বিশ্বের অন্যতম প্রাকৃতিক সৌন্দর্যের অধিকারী বাংলাদেশে বেশকিছু পর্যটন স্পট যার মধ্যে রাঙ্গামাটির শুভলং অনন্য । যার অবস্থান চট্রগ্রাম বিভাগে মধ্যে অবস্থিত রাঙ্গামাটি জেলা অন্যতম। রাঙ্গামাটির অন্যতম আকর্ষণীয় স্থান হল শুভলং ঝর্ণা। শুধুমাত্র জলপথে এই ঝর্ণায় যাওয়া যায় তাই পর্যটকেরা এখানে আসতে নৌকা ব্যবহার করে থাকেন। শুভলং বাজার থেকে অল্প সময়েই পৌছাতে পারবেন এই ঝর্ণায় । চারপাশে পাহাড় ও ঝর্ণার সমন্বয়ে পর্যটকদের জন্য প্রকৃতির এক অপরূপ লীলাভূমি বলা চলে এই স্থানটিকে।
রাঙ্গামাটিতে আপনি বিভিন্নভাবে পৌছাতে পারেন। রাঙ্গামাটিতে চলাচলকারী বাসগুলোর মধ্যে রয়েছেঃ হানিফ, ইউনিক, সাউদিয়া, এস আলম, শ্যামলী ইত্যাদি। প্রায় ৬০০/- টাকা ভাড়ায় ৭ ঘণ্টা থেকে ৮ ঘণ্টায় আপনি ঢাকা থেকে রাঙ্গামাটিতে পৌঁছে যাবেন। শ্যামলী পরিবহনের একটিমাত্র এসি বাস ছাড়া রাঙ্গামাটিতে কোন এসি বাস চলাচল করেনা। এছাড়া আপনি ঢাকা থেকে চট্রগ্রামে বাসে যেতে পারেন এবং সেখান থেকে বাসে করে রাঙ্গামাটিতে পৌছাতে পারেন। তবে, ঢাকা থেকে বাসে করে সরাসরি রাঙ্গামাটিতে যাওয়াই সহজতর হবে।
DCIM\100MEDIA\DJI_0575.JPG
রাঙ্গামাটির তবলছড়ি অথবা রিজার্ভ বাজার থেকে ইঞ্জিন নৌকা ভাড়া করে শুভলং ঝর্ণায় যেতে পারবেন। এতে করে আপনাকে প্রায় ৫০০০/- টাকা থেকে ৬০০০/- টাকা ভাড়া দিতে হবে রিজার্ভ। ট্রলারে যাত্রায় রিজার্ভ এবং প্রতি জনেও ভাড়ায় যেতে পারবেন সেক্ষেত্রে আপনার ভাড়া পড়বে জন প্রতি ৩৫০/৫০০ /- টাকা
DCIM\100MEDIA\DJI_0602.JPG
দেশ-বিদেশের সব ধরনের ভ্রমন সংক্রান্ত তথ্য সবার আগে পেতে, সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন ‘AholidayTour’-এর…