DCIM\100MEDIA\DJI_0657.JPG

বাংলাদেশের বান্দরবন নৈসর্গিক সৌন্দর্য্যের লীলা ভূমি। এর অপরূপ সৌন্দয্যে মুগ্ধ হয় না, এমন মানুষ খুব কমই আছে। বান্দরবান জেলায় দর্শনীয় স্থানসমূহ:
✔️ বাকলাই ঝরণা ✔️ বগা লেক ✔️ বুদ্ধ ধাতু জাদি ✔️ চিম্বুক পাহাড় রেঞ্জ
✔️ চিনরি ঝিরি ঝরণা ✔️ ফাইপি ঝর্ণা ✔️ জাদিপাই ঝর্ণা ✔️ কেওকারাডং
✔️ মেঘলা পর্যটন কমপেস্নক্স ✔️ মিরিংজা পর্যটন ✔️ নাফাখুম ✔️ রেমাক্রি
✔️ নীলাচল ✔️ নীলগিরি ✔️ থানচি ✔️ পতংঝিরি ঝরণা
✔️ প্রান্তিক লেক ✔️ রাজবিহার ✔️ উজানিপারা বিহার ✔️ রিজুক ঝরণা
✔️ সাংগু নদী ✔️ শৈল প্রপাত ✔️ তাজিডং

উপবন পর্যটন বান্দরবান জেলার তথা সমগ্র বাংলাদেশের পর্যটন স্থান গুলোর মধ্যে জনপ্রিয় পর্যটন কেন্দ্র। এতগুলো জায়গা একসাথে দেখা সম্ভব নয়। তবে বান্দরবান শহরের আশে পাশে একদিনে যে জায়গা গুলো ঘুরে দেখতে পারবেন সেই জায়গা গুলোর প্ল্যান করে নিন

ঢাকা থেকে যাতায়াত ব্যবস্থা:

যাতায়াত ব্যবস্থা সেখানে কোন এয়ারপোর্ট নেই, তাই আপনাকে অবশ্যই বাস অথবা আপনার নিজস্ব যদি গাড়ি থেকে থাকে গাড়িতে যেতে পারবেন ঢাকা থেকে আপনি নন এসি বাসে, এসি বাসে, ট্রেনে যেতে পারবেন। বাস সার্ভিসের মধ্যে শ্যামলী, ঈগল, ইউনিক বাস সার্ভিস সরাসরি বান্দরবান যাতায়াত করে। নন এসি বাসের ভাড়া ৬২০ টাকা এবং এসি বাসের ভাড়া ৯০০ টাকা থেকে ১,০০০ টাকার মধ্যে। এই সকল বাস গুলো আরামবাগ, গাবতলী,
আব্দুল্লাহপুর, সায়েদাবাদ থেকে রাত ৮টা থেকে ১১টার মধ্যে বান্দরবানের উদ্দ্যেশে ঢাকা থেকে ছেড়ে যায় এবং এই বাস গুলি খুব ভোরে বান্দরবান বাস স্ট্যান্ডে পৌঁছে যায়। ঢাকা থেকে বান্দরবানের দুরত্ব ৩২০ কিলোমিটার। যেতে সময় লাগবে ৭ থেকে ৮ ঘন্টা।

চট্রগ্রাম থেকে বান্দরবান যাওয়া যায়। বাংলাদেশ এর যে কোন জায়গা থেকে বান্দরবান যেতে হলে চলে আসুন চট্রগ্রাম বহদ্দারহাট বাস টার্মিনাল। এখান থেকে বাসে করে যেতে হবে প্রকৃতি কন্যা বান্দরবান। ভাড়া জন প্রতি ২০০ টাকা থেকে ২৫০ টাকা। প্রতি ৩০ মিনিট পর পর বাস ছেড়ে যায় এখান থেকে। সময় লাগবে প্রায় ৩ ঘন্টা।

ভ্রমণ প্রেমীদের জন্য বলতে চাই, ট্রেকিংয়ে অবশ্যই স্বল্প পরিসরে পোশাক-আশাক লাগেজ সংকীর্ণ করবেন কারণ আপনাকে এই সমস্ত ট্র্যাকিংয়ে বহন করতে হবে, উঁচু-নিচু পাহাড়ি জলপথে এসমস্ত যাত্রা এবং অবশ্যই আপনি আপনার সাধারণ শুকনো খাবার এবং পানির ব্যবস্থা রাখবেন, যদিও পানি বেশিক্ষণ না থাকলেও বিভিন্ন পাহাড়ের ঝর্ণা থেকে পানি সংগ্রহ করে এই প্রোয়োজনীয় সময় আপনার জীবন জাপানে সহায়ক ভূমিকা পালন করবে, ভ্রমণ প্রেমিক মানুষদের জন্য আমি বলতে চাইযে AHolidaytour এর দলের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে আমাদের তথ্যর মধ্যে যদি কোন ভুল-ভ্রান্তি থেকে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন । এবং আপনি আপনার ভ্রমণ সম্পর্কিত যেকোন তথ্য দিয়ে আমাদের ইউটিউব চ্যানেল AHolidaytour ফেসবুক পেজ AHolidaytour24 এ আপনার ভ্রমণ তথ্যাদি প্রচার সম্পাদন করতে পারেন।

দেশ-বিদেশের সব ধরনের ভ্রমন সংক্রান্ত তথ্য সবার আগে পেতে, সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন ‘AholidayTour’-এর…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here