নিউক্লিয়ার পরিবার হবার দরুন যেখানেই যাই ছেলেকে বগলদাবা করতে হয়। যদিও শ্বশুরবাড়ির বংশ পরম্পরায় পাহাড়, ট্রেক, এক্সপিডিশন এসব চর্চিত বিষয়। তাই তাতিন কিছুটা হয়তো জন্মগত মানসিক বা শারীরিক দক্ষটা পেয়েছে। সেই সুবাদেই অনেক ছোট থেকে ওকে নিয়ে বেড়ানোর সাহস টা রাখতে পারি।

Youtube Video->

কেদারকন্ঠ ট্রেক

অনেকেই জানেন গত বছর ফ্রেব্রুয়ারি তে মানেভোঞ্জন থেকে সান্দাকফু নিজে ট্রেক করে উঠেছিল। এবার আরো একটু সাহসে ভর করে রওনা দিয়েছিলাম কেদারকন্ঠ ট্রেক এ। সাঁকরি থেকে জুদাকাতালাব হয়ে কেদারকন্ঠ বেসক্যাম্প।

যার উচ্চতা 12500ফিট। বহু মানুষ যাচ্ছেন তাই নতুন করে বলার আর কিছু নেই। আমার লেখার উদ্দেশ্যে তাতিন এর এই 4 বছর 9 মাস বয়সে অদম্য ইচ্ছা শক্তি র কাছে আমরা যখন মাথা নত করি। ক্লান্ত শরীর যখন ভাবে পথের শেষ কোথায় ঠিক তখনই তাতিন বলে ওঠে মা তালাতালি এছো। তখন গোটা টিমটাই একটা অদ্ভুত জোর পাই বাকি পথ টা পেরিয়ে যাবার। যাইহোক তাতিন এর মূহুর্ত গুলো নিয়ে লেখার ইতি টানা মুশকিল। সব শেষে বলি আপনারাও এভাবেই বাড়ির ছোটোদের সঙ্গে নিন দেখবেন পথ টা আরও সহজ হবে।

দেশ-বিদেশের সব ধরনের ভ্রমন সংক্রান্ত তথ্য সবার আগে পেতে, সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন ‘AholidayTour’-এর… https://tinyurl.com/aholidaytour

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here